প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২৩, ১০:২৯ পি.এম
ভালুকায় আওয়ামীলীগ নেতার বিভিন্ন প্রতিষ্ঠানে ২০ লক্ষ টাকার অনুদান প্রদান
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2023/03/1679124984117-2.jpg?fit=1080%2C810&ssl=1?v=1679156971)
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক প্রতিষ্ঠানে ২০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী এম এ ওয়াহেদ। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দেওয়া ২০টি প্রতিষ্ঠানে এক লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা অনুদান প্রদান করেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার আঙ্গারগাড়া গ্রামের নিজ বাড়িতে ওইসব অনুদান প্রদান করেন তিনি।
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল- ভাটি কাতলামারী মসজিদ ও মাদ্রাসা, ডাকাতিয়া আজহার মোড় মসজিদ, নয়াপাড়া উত্তর পাড়া মসজিদ, সিংলাপাড়া রশীদ মেম্বার বাড়ির মোড় জামে মসজিদ, আখালিয়া ফরেস্ট অফিস সংলগ্ন মসজিদ ও মাদ্রাসা, ঢালুয়া চৌরাস্তা মসজিদ, ছিটাল বাজার মাদ্রাসা, মহিষ গড়া মসজিদ, দেবরাজ বাজার মসজিদ ও মাদরাসা, দুদু মেম্বারের বাড়ি সংলগ্ন মসজিদ, সোনাখালী বাজার জামে মসজিদ, সামালিয়া পাড়া জামে মসজিদ, সোনাখালি পশ্চিম পাড়া জামে মসজিদ, হাজীর বাজার বাছাতুন নেছা মহিলা মাদরাসা, মেদুয়ারি মসজিদ মাদ্রাসা, ডুমনীঘাট মন্দির, গিলারচালা নাট্যসংঘ, আংগারগাড়া দক্ষিণ পাড়া নতুন বাজার নাটক দল, তামাট মুক্তার মেম্বার বাড়ি ওরশ, হামিদ দেওয়ানের ওরশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy