মোঃ নাজমুল ইসলাম,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১ টার দিকে আসন্ন ঈদে শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বোনাস সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৫ ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোর্শেদ তালুকদারের সঞ্চালনায় ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, সাবাব ফেব্রিক্সের সিনিয়র ম্যানেজার সোহেল রানা, লোকনাথ ফ্যাশন লিমিটেডের ম্যানেজার তানভীর আহমেদ, নিউ ফ্যাশন লিমিটেডের ম্যানেজার অমরেশ কুমার, প্যাট্টিয়ট স্পিনিং মিলস লিমিটেডের ম্যানেজার হুমায়ুন কবির, পূর্বাশা নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজার দেলোয়ার হোসেন, এ্যাডাম স্টাইল লিমিটেডের ম্যানেজার মোঃ শাহীন আহমেদ ও অ্যাডভান্স কম্পোজিট লিমিটেডের ম্যানেজার মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিভিন্ন শিল্প কারখানার প্রতিনিধি, কর্মকর্তা ও শিল্প পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #