মোঃ নাজমুল ইসলাম,ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ী সেতু উদ্বোধনের পর থেকেই পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।
ঈদের দিন থেকে শুরু করে এক নাগাড়ে ৪ দিন পর্যন্ত হাজারো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এত মানুষের ভিড়ের জন্য সেতুতে সব সময় চলা যানবাহনগুলো বিড়ম্বনায় পড়তে দেখা গেছে।
গত ৭ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুতে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এমরান মাহমুদ বলেন, ভালুকায় ঘোরার মতো কোনো বিনোদনকেন্দ্র না থাকায় সেতুতে এত মানুষের ভিড়। তবে এখানে এসে অনেক বিনোদন পেলাম।
কেউ কেউ এই সেতুকে আমাদের এলাকার পদ্মা সেতু বলে উল্লেখ করছেন। ফুসকা বিক্রেতা রবিদাস বলেন, এই সেতুতে প্রতিদিনই ৭-৮ হাজার টাকা বিক্রি করি। তবে আজকে ২০ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করব। গত বছর ঈদে আমি ২০ হাজার টাকা বিক্রি করছি। তবে দোকান অনেক, তাই এই রকমই বিক্রি হবে।
সিএনজিচালক ফরিদ মিয়া বলেন, আজকে এত মানুষ হয়েছে তা অবিশ্বাস্য এই সেতুটি পার হতে যানজটে আমার ২ ঘণ্টা লাগছে। পুলিশের সহায়তায় আমরা গাড়ি পার করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy