মোঃ নাজমুল ইসলাম, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় খারুয়ালী এলাকায় অবস্থিত গ্লোরী টেক্সটাইল এন্ড এ্যাপারেলস লিঃ এর কতিপয় কর্মকর্তা পরস্পর যোগ সাজসে গত ১২ জুলাই ফ্যাক্টরির কেন্দ্রীয় ভান্ডার হতে ৩১৯ কেজি কটন কাপড় চুরি করে আত্মসাৎ করে।
ঘটনার দিন ঘটনা স্থল থেকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ চারজনকে আটক করে ভালুকা মডেল থানায় সোপর্দ করে।
উক্ত ঘটনায় কোম্পানির চার জন কর্মকর্তাসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে ভালুকা মডেল থানা পুলিশ তদন্ত করে, পরবর্তীতে অধিগ্রহণ সাপেক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহের এস আই তোয়াবুল ইসলাম খান তদন্ত করে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ পুলিশ সুপার মো: মিজানুর রহমানের তত্বাবধানে দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার (২৩ জুলাই) দুপুরে গাজীপুর মহানগরের কোনাবাড়ি আমবাগ নাসের মার্কেট এলাকা থেকে চোরাই কাজে জড়িত আসামি বিল্লাল হোসেনকে (৪২) চোরাই কাজে ব্যবহৃত গাড়ি কাভার ভ্যানসহ চোরাইকৃত ৩১৯ কেজি কটন কাপড় উদ্ধার করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান উদ্ধার কৃত মালামাল৷ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ ময়মনসিংহের হেফাজতে আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy