ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকায় কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হককে দায়িত্বরত অবস্থায় হামলার প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনের সড়কে স্থানীয় শিক্ষক সমাজের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভালুকা উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ আর শামসুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সুবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জেম হোসেন ঢালী, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি নাজমুল আলম, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের যুগ্ম-সম্পাদক লিয়াকত আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি নজরুল মানিক, স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, বহুলী দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা রমজান আলী, ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ মার্চ কাতলামারী ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মোফাজ্জল হকের উপর দায়িত্বরত অবস্থায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
বক্তারা শিক্ষকের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অতিদ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শাস্তি দাবি করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy