ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক অটোরিক্সা চালক ও এক মোটরসাইকেল চালক নিহত হন। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে ও রাতে থানা সংলগ্ন ব্রিজে।
স্থানীয়রা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি নামক স্থানে সিডস্টোরগামী একটি অটোরিক্সাকে উল্টো দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে অটোরিক্সাটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই চালক শামীম হাসানের (২৬) মর্মান্তিক মৃত্যু হয়। তিনি উপজেলার চাপড়বাড়ী এলাকার হযরত আলীর ছেলে।
পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।
অপরদিকে রবিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা মডেল থানা সংলগ্ন খীরু নদীর ব্রীজের উপর ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল চালককে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুর রউফের (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়।
তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পালাগাও গ্রামের আব্দুস সামাদের ছেলে।