মোঃ নাজমুল ইসলাম ,ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২২ মার্চ রবিবার বিকেলে বায়তুল আমান ভালুকা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে পূর্ণরায় মসজিদের সামনে এসে শেষ হয়।
জানাযায়, ‘‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, নেতা নয়, নীতি চাই পীর সাহেব চরমোনাই’’ স্লোগানকে সামনে রেখে আহলান সাহলান মাহে রমজান ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে র্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন মাওলানা মাসুদুর রহমান, মাওলানা ফজলুল করিম, মাওলানা আবু শোয়াইব মন্ডল, মাওলানা ইলিয়াস আহমেদ, মো. শাহীন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে পবিত্রতা রার্থে সকল খাবার হোটেল দিনের বেলা বন্ধ রাখা, বেহায়াপনা, অশ্লীলতা বন্ধের আহবান জানান এবং ব্যবসায়ীদের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করেন।