ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা পুলিশ লাইনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।
পুলিশ জানায়, শনিবার রাত ১১ টায় একটি মটরসাইকেলে ৩ জন ময়মনসিংহ থেকে ভালুকা আসার পথে মহাসড়কের ভরাডোবা পুলিশ লাইনের সামনে একটি বাস ইউটার্ন নেওয়ার সময় পেছনে থাকা মটরসাইকেলটি বাসের পিছনে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল আরোহী দিলিপ (২৮) পিতা হুমায়ুন , মানিক (৩০) পিতা সমির উদ্দিন ও এমরান (২৭) পিতা ছিদ্দিক গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে ভালুকা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দিলিপ ও মানিক কে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত এমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের সকলের বাড়ী উপজেলার মামারিশপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy