ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা উপজেলার লাউতি নদী শীত মৌসুমে শুকিয়ে চৌচির হয়ে যায়।এ নদীর গভীরতা কমে যাওয়ার ফলেই শীতকালীন সময় নদী শুকিয়ে যায় আর বর্ষা মৌসুমে বিভিন্ন খেত খামার দিয়ে পানি গড়িয়ে যায়।এ নদীর নাব্যতা ফিরিয়ে পানির প্রবাহ ঠিক রাখতে ময়মনসিংহ এর ৬৪ জেলার অভ্যন্তরস্থ নদী, খাল, জলাশয় (১ম পর্যায়)-(২ য় সংশোধনী)শীর্ষক প্রকল্পের আওতায় লাউতি নদীর ১৪.৬ কিঃ মিঃ ৫ কোটি টাকা ব্যয়ে খনন চলছে।চিহ্নিত নদীর খননকাজ ১০ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার উপজেলার মল্লিক বাড়ী থেকে খনন কাজের শুভ উদ্বোধন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধন। সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীন,মল্লিকবাড়ী ইউপি চেয়ারম্যানএস এম আকরাম হোসেন,হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, ভালুকা উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান খান রিপন, ময়মনসিংহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল, মুক্তিযোদ্ধা আব্দুল বারেক,মহিলা আওয়ামীলীগ,ভালুকা উপজেলা শাখা সভাপতি নীলিমা তাছলিম মিলি। আরও উপস্থিত ছিলেন এডভোকেট শওকত আলী, এডভোকেট আশরাফুল হক জর্জ, ওমর হায়াত খান নঈম, রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেলথানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, মো.নজরুল ইসলাম সরকার,এজাদুলহক পারুল,ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ, মোঃ নুরে আলম সিদ্দিকী স্বপন, অনিক তালুকদার, মো. মেহেদী হাসান রিফাত, মোঃ খলিলুর রহমান খান (জুয়েল) মোঃ হুমায়ুন মুন্সি। এলাকাবাসী বলছেন,নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনবেন। কিন্তুু ফ্যাক্ট্ররীর দূষিত বর্জ্য যদি শোধন না করে নদীতে ফেলেন তা হলে ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধন হবে।