ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাট এলাকায় ভালুকার রাসেল গার্মেন্টসের যাত্রীবাহি গাড়ির ধাক্কায় এখন পযর্ন্ত প্রায় ৬ জন গার্মেন্টস শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ অক্টোবর ) সকাল সাড়ে সাতটার দিকে এই ঘটনাটি ঘটে।
ত্রিশাল উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে ভালুকায় অবস্থিত রাসেল গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার যাত্রীবাহি বাস ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার গন্তব্যের দিকে যাচ্ছিলো। পথে ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় এসে শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের চাকা বিকল হয়ে যায় এবং বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে।
তারপর যাত্রীরা ঢাকাগামী ওই চাকা বিকল হয়ে যাওয়া বাস থেকে নেমে অন্য আরেকটি বাসকে সংকেত দিয়ে দাঁড় করায়। এসময় ভালুকা রাসেল গার্মেন্টসের ঘাতক ও ফিটনেস বিহীন বাসটির ধাক্কায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
পরবর্তীতে নিহতদের সংখ্যা বেড়ে ৬ জন হয়। নিহতরা হলেন: ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), রাগামারার আহেদ আলীর ছেলে সোহেল মিয়া (৩৫) ও ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি। উক্ত দুর্ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে । আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।#
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy