অনলাইন ডেস্কঃ
ময়মনসিংহের ভালুকায় ২ আগস্ট রবিবার দুপুরে ’আল খায়ের ফাউন্ডেশন’ ময়মনসিংহ এর আয়োজনে মল্লিকবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাংশ ও শাড়ী বিতরন করা হয়েছে। ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাংশ ও শাড়ি বিতরন করেন।
এসময় ১২টি গরুর কোরবানীর মাংস, ৮শত ৫০ জন দুঃস্থ ,অসহায় ও ৮৫ জন মহিলাকে ১টি করে শাড়ী বিতরন করেন।
বিতরনকালে তিনি বলেন করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য সচেতনতা মেনে চলুন। প্রধানমন্ত্রীর জন্য দোয়া করুন তিনি সুস্থ্য থাকলে দেশ ভালো থাকবে, এবং আমরাও ভালো থাকব। সেই সাথে তিনি সকলকে ঈদ শুভেচ্ছা জানান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক তারেক মাহমুদ সজিব, বিশিষ্ট ব্যবসায়ী তরুন সমাজসেবক শিক্ষানুরাগী মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব ডাক্তার মোশায়েদ রহমান মুন, শহিদ নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের প্রভাষক খসরু মোহাম্মদ রনি, মুক্তিযোদ্বা সন্তান কমান্ড মল্লিকবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি আমিনুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy