ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা ক্বওমি মাদ্রাসার ৫ ম শ্রেনীর এক ছাত্রীর সঙ্গে শারিরিক মিলন করার জন্য পূর্বের ধর্ষন ধারণ কৃত ভিডিও প্রকাশে সংবাদ পাওয়া গেছে। ঘটনা হবিরবাড়ী ইউনিয়ন পাড়াগাঁও নামক গৌরিপুর গ্রামে। এ ঘটনায় ৯ জুলাই বৃহস্পতিবার, ধর্ষিতা ছাত্রীর পিতা বাদী হয়ে ভালুকা মডেল থানা একটি অভিযোগ করেন। অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করেন এবং পাড়াগাও গৌরিপুর গ্রাম, জবান মুন্সির ছেলে মারুফ (১৭) ও ফজলুল হকের ছেলে আতিকুল ইসলাম (২১) কে আসামী করেন । এদিকে সূত্রে জানা গেছে, পাড়াগাও গৌরিপুর গ্রামের ধর্ষনের শিকার ৫ ম শ্রেনীর ক্বওমী মাদ্রাসার ছাত্রী মাদ্রাসায় আসা যাওয়ার সময় মারুফ উত্তোক্ত করতো,এক পর্যায় ১৫ ই এপ্রিল মেয়েকে বাড়ীতে একা পেয়ে সুযোগে ধর্ষক মারুফ জোর পূর্বক ধর্ষন করেন । মেয়ের চিৎকার শুনে পাড়া প্রতিবেশী এসে অচেতন অবস্থায় পেয়েছে ও ধর্ষক মারুফ পালিয়ে চলে যান। সেই ঘটনার সূত্র ধরে একই গ্রামের আতিকুল ইসলাম মেয়ে জানায় সে মারুফের সঙ্গে যে শারিরিক মিলন করেছে সে জানে, তার সঙ্গে শারিরিক মিলন না করলে সে প্রকাশ করে দেন বলে গত ২৮ মে আতিকুল মেয়েকে জোরপূর্বক তার ঘরে নিয়ে যায়-সে ঘরে পূর্ব থেকে মারুফ অবস্থান করছিল। অবস্থায় মেয়েকে পালাক্রমে জোরপূর্বকধর্ষন করে ভিডিও ধারণ করেন। ধর্ষক মারুফ এবং আতিকুল- মেয়েকে ধর্ষনের প্রস্তাব দিলে মেয়ে রাজি না হওয়ায় তারা আগের ধর্ষনের ভিডিও ফুটেজ বিভিন্ন মানুষকে দেখান। উক্ত ঘটনায় ভালুকা মডেল থানা পুলিশ মারুফ/ আতিকুলকে,গ্রেপ্তার করেন।