ইসমাইল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক ভালুকা সরকারীডিগ্রী কলেজের সামনে,বাস, প্রাইভেটকার সংঘর্ষে সড়কদুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৬জন আহত ২জন।নিহতদের মাঝে ১জন শিশু,৩ নারী ও ২ জন পুরুষ রয়েছে এবং ২ বাস যাত্রী আহত হয়। ঘটনাটি ঘটেছে ২২ আগষ্ট ২০২০ তারিখ শনিবার,সকাল আনুমানিক সময় সাড়ে ৮টা।এ ঘটনা ফায়ার সার্ভিস,থানা,হাইওয়ে,পুলিশ চেষ্টা করে নিহতদের লাশ উদ্ধার করেন। এ সংবাদ লেখার সময় নিহতদের পরিচয়সংগ্রহ করা,যায়নি।
পুলিশ জানান ভালুকা সরকারী কলেজের সামনে ময়মনসিংহ,গামী একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো-খ- ১৫-০১৫৯,ভালুকার দিকে ইউটার্ন নেয়ার সময় হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহন নামক একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-০৭৩৩-প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হলে, দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবংপ্রাইভেটকার,চালক সহ ৬জন নিহত। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস উদ্ধার কর্মী ও পুলিশ প্রাইভেটকারটির বিভিন্ন অংশ কেটে ১ ঘন্টা চেষ্টা করে নিহতদের লাশ উদ্ধার করেন। উক্তঘটনায় নিহতদের পরিচয় পাওয়া না গেলেও আহত ২ বাস যাত্রী হলো ফুলপুর উপজেলা কাতালী গ্রামের হাফেজ আলীর ছেলে রুহুল আমীন(৩৫)-হালুয়াঘাট উপজেলার টিকুরিয়া গ্রামের আব্দুল হকের ছেলে সোহাগ(২৫) । এ দুজন ভালুকা সরকারী হাসপাতালে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এ ঘটনা মহা সড়কে প্রায় ২ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান,দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২জন বাস যাত্রী উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন এবংপ্রাইভেটকারের ৬ জন,মৃত লাশ উদ্ধার করে হাই ওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করেন।
এ দিকে ভালুকা মডেল থানার ও সি মোহাম্মদ মাইন উদ্দিন জানান,ঈমাম পরিবহন নামক একটি বাসের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষ সড়ক দুর্ঘটনায় ১ শিশু ২ নারী সহ ৬জন নিহত হয়, এবং বাস চালক পালিয়েছেন বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy