প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২০, ১০:৪৩ এ.এম
ভালুকা,১২০৭ দাগে ভুয়া কাগজে জমির মালিক সাজতে চায় নুরে আলম সিদ্দিক
ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা ধামশুর মৌজা,১২০৭দাগ সহ বিভিন্ন দাগে কৃষ্ণ গোবিন্দ গুপ্তরায় পিতা কালি নারায়ন সি এস ১৭/৩ খতিয়ান জোত বটে। কিন্তু আবেদ আলী শেখ পিতা ছমেশেখ সাং নারায়ন পুর,থানা ত্রিশাল,হাল সাং আকালীয়া পাড়া, ধামশুর ভালুকা, ময়মনসিংহ,১২০৭ দাগ,খতিয়ান ২১-৫, ৩০ শতাংশ জমির একটি ভুয়া কাগজের ফটো কপি কাগজ পাওয়া গেছে। চিহ্নিত ফটো কপি কাগজ মুলে অনুসন্ধান করে দেখা গেছে রাজস্ব ভূমিঅফিসে ২১খতিয়ান,আবেদ আলী শেখ পিতা ছমে শেখের নামে কোন নথিভুক্ত রেকর্ড নেই । ভুয়া রেকর্ডের ঘটনা জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকা জেলা প্রতিনিধি সন্দান করে জানতে পারেন এই কাগজ সৃষ্টি লেবাস ধারী নুরে আলম সিদ্দিক পিতা আবেদ আলী শেখ। সে ১২০৭ দাগে ভুয়া কাগজ করে হাল দাগ ১০৪৪১ ও ১০৪৪২ এর ভুমি আত্মসাৎ করার জন্য জরিপ বিভাগ দোড়যাপ করে । ১২০৭ দাগে মোট ৩১, ১৫ শতাংশ ভুমি রয়েছে। তন্মধ্যে থেকে ১২, ৮৪ ভূমি রেকর্ড কারেকশন মামলা এবং আর,ও, আর, ২ একর ৯২ শতংশ জমি আবু ছাঈদ ঢালী-পিতা মৃত ওয়াহেদ আলী ঢালীর নামে ভূমি অফিসে নথিভুক্ত । বাকী জমি বিভিন্ন নামে জেলা প্রশাসক ভূমি বন্দোবস্ত দিয়েছে ১৯ ৮০-৮১ সাল।অপর দিকে আবুছাইদ ঢালী পিতা ওয়াহেদ আলী ১২০৭ ও ১১৭১ দাগে নাছির উদ্দিন কুমার-ওনার স্ত্রীর আয়েশা খাতুনের নামে সাবরেজিষ্ট্রি দলিল দিয়েছেন। এবস্থাধীনে কেএ আবেদ আলীশেখ পিতা ছমে শেখ ৫,৩০ শতংশ জমি ভুয়া কাগজে মালিক হতে চায় ? জানযায় ভুয়া কাগজে যার নাম তিনি নুরে আলম সিদ্দিকের পিতা। ইহাতে প্রতিয়মান হয় নাম মাত্র কাগজ তৈরী করে নুরে আলম সিদ্দিক- নাছির উদ্দিন কুমারের স্বত্ব খরিদা ভূমি গ্রাস করতে ভুয়া সৃষ্টি করেছেন এবং নুরে আলম সিদ্দিক ক্যা,এম, মোয়াজ্জেম হোসেন পিতা মৌ:মোঃ সেকান্দর আলীর নিকট ১একর২০শতংশ জমি বিক্রয় করেছেন-হাল: দাগ ১০৪৪১। এমনিভাবে ভুয়া কাগজে হবিরবাড়ীর আবু সাঈদ-ও হাজীর বাজার শাবাব মিলেকর্মরতওয়াহিদুজ্জামান(রতন) সহ নানান ব্যক্তির নিকট জমি বিক্রি করেছন। চিহ্নিত দাগে নুরে আলম সিদ্দিক বা তার পিতা আবেদ আলী শেখের নামে রেকর্ড দুরের কথা,এ দাগের মধ্যে থেকে কোন রেকর্ডিয় ব্যক্তির নিকট থেকে দলিল করেছে সেই রকম কাগজ নেই।তবে মামলা, হামলা আর ছেলে মেয়েেদের নিয়ে সড়কে মানুষের পথে কাটা দেয়া জোর জুলুম ভুয়া করাই তার কাজ । নুরে আলম সিদ্দিক একজন লেবাস ধারী ব্যক্তি ভুয়া কাগজ সৃষ্টি কারী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy