প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২০, ১২:৫৯ পি.এম
ভালুকা উথুরা রেঞ্জের বন কর্মকর্তা ও বিটকর্তাদের কৌশলগত দুর্নীতি
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2020/07/1-12.jpg?fit=1493%2C938&ssl=1?v=1594623578)
ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা উথুরা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নূর মোহাম্মদ কৌশলে ব্যাপক দুর্নীতি অনিয়ম করে যাচ্ছেন। উথুরা রেঞ্জের তিন টা বনবিট অফিস রয়েছে।এ সব বিট ১। উথুরা সদর,২। আঙ্গাগাড়া,৩। এনায়েত পুর। চিহ্নিত বন বিটের রেঞ্জ কর্মকর্তা হলেন নুর মোহাম্মদ। উল্লেখিত বন বিট এলাকা সরকারী বন সম্পদ সুকৌশলে ব্যক্তিগত ভাবে লাভবান হয়ে মারাত্মক ক্ষতি করে যাচ্ছে বন কর্মকর্তা,কর্মচারীগন মিল মিশে বন রক্ষার নাম করে । তারা বন রক্ষার নাম করে এলাকার দালাল ও চোরাই কাঠব্যবসায়ীদের সঙ্গে মিলেমিশে সরকারী বন সম্পদ,ধবংস করে চলছে অবৈধ,পন্থায়। উথুরা বন বিভাগের এলাকায় আনুমানিক ১৫-২০ করাত কল বিদ্যমান রয়েছে। এ সকল করাত কল গুলোর মধ্যে অধিকাংশ লাইসেন্স কিংবা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদন নাই। আর এ করাত কল গুলোত প্রতি দিন অসংখ্য বন বিভাগের মুল্যবান কাঠ চিড়াই হয়ে থাকে। তার মধ্যে বৈধর,সংখ্যার চেয়ে-অবৈধর বেশী। অবৈধ গজারী, আকাশি, বন কড়ৈ শিল কড়ৈ মেহগুনি,সেগুন,সহ নানান প্রজাতির গাছ বৈধ হয় টাকার বিনিময়। এ ভাবেই বন ধবংস হয় স্থানীয় বিভাগের অনিয়ম দুর্নীতির জন্য। উথুরা রেজ্ঞের আওতায় সদর বিটের অধিন গজারি কাঠ চিড়াই করে নৌকা তৈরী করে বিক্রয় করে যাচ্ছে।সে সব গজারি কাঠের কোন প্রকার অনুমোদন নাই। গজারি গাছ মালিকানা হলেও নিয়ম মত সরকারী অনুমোদন প্রয়োজন । কিন্তু এখানে অনুমোদন হলো সংশ্লিষ্ট বন কর্মকর্তা ম্যানেজ-তাই অনুমোদন ছড়াই চলছে তো চলছে। বন বিভাগের কর্মকর্তা সুকৌশলে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করে ব্যক্তিগত ভাবে লাভবান হচ্ছে,যা.কি না ধরা ছৌঁয়ার বাইরে থাকেন তারা। রক্ষক যদি ভক্ষক সেজে কাজ করে তা হলে সেই খানে সত্য কথার মুল্য কি? আঙ্গারগাড়া বন বিটের অধীন কাতলামারী গ্রাম আ: হালিম উদ্দিন শিকদার পিতা মৃত ছাবেদ আলী শিকদার বনধবংসের মাধ্যমে ভূমিতে সম্প্রতিতে বাড়ী ঘর করেছে। হালিম এর বিরুদ্ধে সংশ্লিষ্ট বন বিভাগ কোন প্রকার মামলা করেছে বলে মনে হয় না। এ সকল ঘটনা দেখার কি বন বিভাগের উর্ধ্বতন মহলে কেউ নেই
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy