ইসমাইলহোসেন ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকা ভরাডোবা মামার হাতে ভাগনী রায়না আক্তার (৫) বছরে একটি শিশু খুন হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার দিন সন্ধ্যায় বেলা ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়া ভিটা নামক এলাকায় । নিহত রায়না আক্তার রাসেল আহাম্মেদের মেয়ে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে রায়না নিজ ঘরে ছবি আঁকছিলেন । এ সময় তার মামা আশাদুল ইসলাম আশু.শিশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন । এ দিকে সন্ধ্যায় রায়না কে খোঁজা খোজির পর এক পর্যায়ে রায়নার মামা আশাদুল ইসলাম আশুর ঘরের মধ্যে হাত পায় বাধা রক্তাক্ত অবস্থায় মৃত পান । উক্ত ঘটনার পর আশাদুল ইসলাম আশু পলাতক । এ বিষয়ে ভালুকা মডেল থানার ইনচার্জ অফিসার মোহাম্মদ মাইন উদ্দিন জানান লাশটি পুলিশ ঘটনা স্থল থেকে থানায় নিয়ে এসেছে। এই রিপোর্ট লেখা পযর্ন্ত থানা পুলিশ কাউকে আটক করেনি। তবে ঘটনাটি খুবই দু:খ জনক।