ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকারেঞ্জ হবির বাড়ী,কাশর এলাকা বনবিভাগ অভিযান চালিয়ে ৫ পাচঁটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছেন। আজ ২৯ আগস্ট ২০২০ ইং শনিবার দিন সকাল১০ টায় ভালুকা রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের নেতৃত্বে কাশর এলাকা ১। আতিক মাষ্টার (৪৫).২। ওয়াহাব বেপারী (৫০) ৩। তোতা মিয়া (৪০),৪।আলাল মিয়া(৪০) ৫। সাইদুর রহমান(৪৫)দের অভিযান চালিয়ে ৫ করাতকল উচ্ছেদ করেন। এসময় করাত কল চালানোর বেল্টসহ বেশ কতক মালামাল জব্দ করে। উচ্ছেদ অভিযানে হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ান আলী ও মল্লিকবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ হবিরবাড়ী বিট ও মেহেরাবাড়ী, ক্যাম্প, হাজীর বাজারের ষ্টাফ অংশ নেন। হবিরবাড়ী বিট কর্মকর্তা মোঃ দেওয়ানআলী জানান অবৈধ,করাত কল উচ্ছেদঅভিযান অব্যহত থাকবে এবং আজকের অভিযানে উচ্ছেদ হওয়া করাতকল মালিকদেরবিরোদ্ধে বনআইনে মামলা হবে জানিয়েছেন। সামনে অভিযান চলবে না টাকার জন্য বিপথে মোড় নিবেদন এটাই কেবল দেখার বিষয় এখন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply