
ইসমাইল হোসেন ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি মার্কেটের সিড়ি ভাংগার জন্য ঢাকা থেকে ম্যাজিস্ট্রেট আসে এই প্রথম দেখলো ভালুকাবাসী। ঘটনা করেছে সড়ক ও জন পথ বিভাগ।
সড়ক ও জনপথের জমিতে ভালুকা অন্যান্য স্থাপনাগুলো বহাল রয়েছে কেবল, ভেঙে গুড়িয়ে দিয়েছে রায় মার্কেটের মাটির নিচের সিড়ি টি। এই অভিযান যে পূর্ব পরিকল্পিত,এবং প্রশ্নবিদ্ধ.উদ্দদেশ্যপ্রণোদিত,তাতে সন্দেহের কারণ নেই এই জন্য যে অন্যান্য স্থাপন গুলোর প্রতি না কি কোন দৃষ্টি নেই ? চিহ্নিত অভিযান টি এ কারণেই রহস্যের জন্ম দিয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply