![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png?ssl=1)
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা জসিম উদ্দিন অনিয়ম-দুনীর্তিতে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে । তিনি কাচিনা মৌজায় ২ একর ১৯ শতাংশ ভূমির খাজনা বাবদ অতিরিক্ত টাকা নিয়ে মাত্র ৩০ শতাংশ ভূমির খাজনার ৬০ টাকারএকটি রশিদ দেন ০৪-১০- ২০২০ ইং সন। চিহ্নিত অফিসের কর্মকর্তা জসিম উদ্দিন সুকৌশলে ব্যক্তিগত ভাবে পকেটে টাকা তুলে। তিনি খাজনার জন্য অতিরিক্ত টাকা নিলে ও রশিদ প্রদান করেছে আব্দুল হামিদের নামে ৬০ টাকার মাত্র । এই ভাবেই ভূমি অফিসের দুনীর্তিবাজ শ্রেনীরকর্মকর্তা-কর্মচারী কাজ করে। । যার ফলে সাধারণ মানুষ কোন কিছু বলতে চায় না। এ ব্যাপারে কাচিনা ভূমি অফিসের কর্মকর্তা জসিম উদ্দিনের নিকট দৈনিক সূর্যোদয় ময়মনসিংহ জেলা প্রতিনিধি ফোন করলে অস্বীকার বলেন তার লাইফে কোন অনিয়ম করেন না-অথচ চেকে তার স্বাক্ষর ও ভূমি অফিসের সিল মোহর রয়েছে। তাতে বুঝায়,সে অতিরিক্ত টাকা নিয়ে পরিকল্পনা করেই উল্লেখিত টাকার চেক দিয়েছেন এবং ইউ:ভূমি অফিসের কর্মকর্তা অনিয়মের কারী গর ও তার প্রমাণ আংশিক খাজনা আদায়ের রশিদের ফটো কপি। উক্ত রশিদ এর ফটো কপি এই সংবাদে সংযুক্ত করা হলো। উল্লেখিত বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কর্মকর্তার হস্তক্ষেপ চায় সচেতন মহল।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..
Leave a Reply