ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন সোনাখালী গ্রামের আব্দুল আজিজ ও আব্দুল মালেক, মল্লিক বাড়ী আউলিয়ার চালা সড়ক সোনাখালী গ্রামের জোকাধারা পাকা সেতুর নিচের সু কৌশলে সরকারী খাল মাটি ভরাট করার কারণে উইং ওয়াল মাটি চাপা পড়ে সেতু ঝুঁকিপূর্ণ অবস্থা পড়ে। চিহ্নিত খালে মাটি ভরাট করাতে মুল খালের পানির গতিপথ সুরু অর্থাৎ চাপা হয়ে আসাতে সেতুর দু পাশের গ্রামে ফসলি জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্বতার আশঙ্কা করছেন। এমবস্থাধীনে এলাকার কতক কৃষক জানান খালে মাটি ভরাট করায় তাদের আবাদি জমির মধ্যে সেচ ব্যবস্থা অচলাবস্থায় পড়বে।এ দিকে খাল ভরাট কারী চক্রের সদস্য আব্দুল আজিজ ও মালেক জানান তারা খাল ভরাট করেনি-খালের পাশে তাদের নিজ জমির মধ্যে মাটি ফেলেছ। উল্লেখিত খাল ভরাট কর্ম কান্ড প্রতিহত করে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারী খাল উদ্ধার করেছেন বলে তথ্যে প্রকাশ। জোকাধারা খাল উদ্ধার করলেও চোখের সামনে যে সরকারী ধোবাজান ভরাট হয়েছে সে খাল উদ্ধারে উপজেলা প্রশাসনের কোন ভুমিকা নেই কি জন্য? এ প্রশ্ন এলাকার সচেতন মহলের।