ময়মনসিংহের ভালুকা চাঁন্দাবাজির সাথে জড়িত, মূল হোতা কে.? তাদের কে জনসাধারণের সামনে তুলে ধরা আবশ্যক। চাদাঁ তুলে মুলত যখন,যে, সরকার থাকে সেই দলেরই কোন,না, কোন নেতার নেতৃত্বে। ভালুকা,বাস স্ট্যান্ড চলন্ত গাড়ী থেকে চাঁন্দা তুলার সময় ১২ আগষ্টে ১ চাঁন্দাবাজ,হাতে নাতে ধরা পড়েছে,ভালুকা উপজেলা পরিষদ,চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদের হাতে।পরে তাকে পুলিশের হাতে প্রেরণ করেন। ভালুকা উপজেলা বিভিন্ন সড়কে চাঁন্দাবাজি হয়। চাঁন্দাবাজ চক্রের হুতার বিরুদ্ধে প্রতিকার মুলুক ব্যবস্থা গ্রহণ করলে বিভিন্ন সড়কের চাঁন্দাবাজি,এমনিতে বন্ধ হয়ে যাবে। এসব চুনুপুঁটি ধরলে চাদাঁবাজি,প্রতিরোধ হবেকি?এরকম চাদাঁবাজ আগেও গ্রেপ্তার হয়েছে-তবে সড়কের চাদাঁবাজি বন্ধ হয়নি। কারণ এসব চাদাঁবাজদের নিয়ন্ত্রণ করে থাকেন যে কোন শক্তিশালী নেতা। যারা চাদাঁবাজির জন্য সড়কে ধরা খায়-তারা আসলে চাদাঁবাজ, গডফাদারের চাকর। যার ফলে হাতে নাতে তারাই ধরা পড়ে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply