প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২০, ৭:০৮ পি.এম
ভালুকা সাবরেজিস্ট্রি অফিসে জাল দলিলের চেষ্টা-হারুনের লাইসেন্স স্থগিত

ইসমাইল হোসেন , ময়মনসিংহ :
ময়মনসিংহের ভালুক উপজেলা ভুয়া স্বাক্ষরে ৪ একর জমির দলিল রেজিস্ট্রি করার চেষ্টার অভিযোগে হারুন নামের এক দলিল লেখকের লাইসেন্স স্থগিত করা হয় বলে তথ্যে প্রকাশ । ঘটনা গত মঙ্গলবার দিনের আর সাবরেজিস্ট্রার সিদ্ধান্ত নিলেও বৃহস্পতিবার দিন। সাবরেজিস্ট্রি কার্যালয়ও জমির মালিক সূত্রে জানা যা,১১জানুয়ারী ২০১০ ইং উপজেলা ধামশুর গ্রাম কাজল চন্দ্র পাল-সজল চন্দ্র পাল আমমোক্তাররেজিস্ট্রি একটি দলিলের মাধ্যমে ৪একর জমি একই গ্রামের বাদল চন্দ্র পালের নামেলিখে দেন। আমমোক্তার দেয়ার পরে ২০১২ সালের ১৫ জানুয়ারী কাজল চন্দ্র পাল এবং ২৯ নভেম্বর সজল চন্দ্র পাল পর লোকগমন করেন। ফলে ৪ একর জমির আগের দলিলের তথ্য গোপন করে বাদল চন্দ্র পাল তাঁর দুই ছেলের নামে দান ঘোষনা দলিল লিখে দেওয়ার জন্য চেষ্টা করেন-আর কাজে সহযোগীতা করেন,ভালুকাসাবরেজিস্ট্রি কার্যালয় দলিল লেখক হারুন অর রশিদ।তিনি বুধবার ভিজিট কমিশনে দলিল রেজিস্ট্রি করার চেষ্টা করেন দলিল লেখক। দানের ঘোষনা এই দলিলে তিন জনকে স্বাক্ষী হিসেবে দেখানো হয়েছে। অথচ তারা কেউই স্বাক্ষর দেননি। বিষয়টি জানাজানিহলে-সাব রেজিস্ট্রার বোরহান উদ্দিন দলিলটি রেজিস্ট্রি করেননি এবং ওই দিনই দলিল লেখক হারুন অর রশিদের লাইসেন্স স্থগিত করেন। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুর সাব রেজিস্ট্রারের সঙ্গে ফোন কথা বলার চেষ্টা করতে চাইলে যোগাযোগযোগ করা সম্ভব হয়নি । এদিকে দেবল চন্দ্র পাল বলেন কোনো দানের ঘোষণা দলিলে স্বাক্ষী হিসেবে স্বাক্ষর দেননি- অথচ দলিলে তাঁর স্বাক্ষর ব্যবহার করা হয়েছে সুত্রে জানান । উক্ত ঘটনা জানার পর তিনি ভালুকা সাব রেজিস্ট্রারকে জানিয়েছেন লিখিত ভাবে । সেই পরি প্রেক্ষিতে ভালুকার সাব রেজিস্ট্রারবোরহান উদ্দিন সরকার দলিল লেখক হারুনের-না, কি লাইসেন্স স্থগিতকরেছে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে,কাগজ পত্রে জামেলা থাকায় দলিলটি রেজিস্ট্রি করা হচ্ছে না ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy