ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলা হবির বাড়ী মাদ্রাসার প্রধান একটি মামলার চার্জশিটের আসামী হয়েও স পদে বহাল থেকে বেতন ভাতা ভোগ করছে বলে তথ্যে প্রকাশ। আসামী যুক্ত মামলার দায়রা নং১৮৯তাং ১৩- ১১-০১৮ ইং সন জজ আদালত ময়মনসিংহ। তিনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ক্ষমতার বলে ্ এবতেদায়ী শিক্ষক ক্বারী আব্দুল মালেক পাঠানের স্বাক্ষর জাল করে গত ৩১ -০৭- ২০১৫ সন সুকৌশলে একটি পদত্যাগ পত্র সৃষ্টির মাধ্যমে তাকে অপসারণ করেন। উক্ত বিষয়ে ভুক্তভোগী ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করে সুপার শাহাব উদ্দিন ও সভাপতি এ,বি.এম, সিদ্দিকের বিরুদ্ধে করেছে গত ০৫-১০-২০২১ শে। জেলা প্রশাসক অভিযোগ গ্রহণ করে,ভালুকা উপজেলা নিবার্হী কর্মকর্তার উপর প্রেরণ করেন ব্যবস্থা নিতে। অভিযোগ কারী তার অভিযোগে জানান সুপার শাহাব উদ্দিনও অভিভাবক কমিটির সভাপতি চক্রান্ত করে ওনার বকেয়া বেতন ভাতার পথ রোধ্য করে রেখেছেন। যার ফলে আব্দুল মালেক পাঠান দীর্ঘ দিন ধরে বেতন ভাতাদি পাওয়ার আশায় জেলা এবং উপজেলায় যথাযথ কর্তৃপক্ষের দ্বারে, দ্বারে ঘুড়ে চরম হয়রানীর শিকার হচ্ছেন । তার পরেও বকেয়া বেতন উত্তোলন করতে পারছেন না এযাবৎ পযর্ন্ত। মালেক- বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আলতাফ আলী পাঠানের ছেলে। এ ছাড়াও অভিযোগ কারী জানান ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কর্ম কান্ড রহস্য জনক। ইহাতে প্রতিয়মান শিক্ষা অফিসারের সঙ্গে সুপারের যোগ সুত্র রয়েছে। তা না হলে একজন মুক্তিযোদ্ধার ছেলের বকেয়া বেতন ভাতা পাচ্ছে না- অবাধে বেতন ভোগ করেছে চার্জশিট ভুক্ত মামলার আসামী সুপার শাহাব উদ্দিন। উপরোক্ত ব্যাপারে দায়ীত্ব রত সংশ্লিষ্ট অফিসার ও উর্ধ্বতন কর্মকর্তার সু নজর একান্ত কাম্য ভুক্তভোগী মালেক পাঠানের ।তবে এ রিপোর্ট লেখার সময় অভিযোগ কারীর প্রতি পক্ষদ্বের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।