ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য গ্রেফতার হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।'' সুশান্ত মামলায় মাদককাণ্ডে রিয়াকে এনসিবি'র সমন জারির কিছুক্ষণ পরেই এই মন্তব্য করেন রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানশিন্ডে।
সতীশ মানশিন্ডের কথায়, ''রিয়া বিরুদ্ধে যা চলছে তা খানিকটা ডাইনি খোঁজার মতো বিষয় হয়ে গেছে। কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে সুশান্তকে ভালোবাসার জন্য এই পরিণতির মুখোমুখি হতে প্রস্তুত রিয়া চক্রবর্তী।''
মানশিন্ডে আরও বলেন, ''রিয়া নির্দোষ, আর সে কারণেই CBI, ED, NCB এবং বিহার পুলিশের দায়ের করা সমস্ত মামলার ক্ষেত্রেই তিনি আদালতে আগাম জামিনের আবেদন করতে যাননি।''
এদিকে, সমন জারির পর ইতিমধ্যেই এনসিবি'র দফতরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছে গিয়েছেন রিয়া চক্রবর্তী।
সূত্রের খবর,এনসিবি'র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে, NCP- ডেপুটি ডেরিক্টর KPS মালহোত্রাসহ ৫ সদস্যের টিম রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy