প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৮:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২১, ৪:৪১ পি.এম
ভিক্ষুকমুক্ত স্বনির্ভর উপজেলা গড়তে দীঘিনালা সেনা জোনের পদক্ষেপ

ইদ্রিছ আলী, দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলাকে ভিক্ষুকমুক্ত স্বনির্ভর উপজেলায় রূপান্তরের লক্ষ্যে দীঘিনালা সেনা জোন কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
১৪ মার্চ (রবিবার) সকালে উপজেলার ৩ জন ভিক্ষুককে স্থানী কর্মসংস্থানের লক্ষ্যে ব্যবসা করার জন্য দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম(এসজিপি, পিবিজিএম, পিএসসি)'র পক্ষ হতে কসমেটিক, চা স্টল ও সবজি দোকান সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজওয়ানুজ্জামান খান(পিএসসি), জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সিয়াম আহমেদ ও ক্যাপ্টেন সুহৃদ শুভানন প্রমূখ।
সুবিধা ভোগীরা হলেন, উপজেলার থানা পাড়া এলাকার মোছাঃ কুলসুম বিবি (নওমুসলিম), মোছাঃ জয়নাব বেগম ও ছোট মেরুং এলাকার মোঃ জালাল আহম্মেদ।
এ সময় দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর মোঃ রেজওয়ানুজ্জামান খান (পিএসসি) বলেন, দীঘিনালা জোন সবসময় সাধারণ জনগনের পাশে আছে। দীঘিনালাকে ভিক্ষুকমুক্ত স্বনির্ভর উপজেলায় রূপান্তর করতে এ ধারা অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy