সোমেন সরকার
চট্টগ্রাম নগরে এক দশক ধরে মাদক ব্যবসায় করে আসছিল মাদক সম্রাট ক্ষ্যাত মো. আলী হোসেন (৭০)। বছর দশেক আগে মাদকসহ র্যাবের হাতে আটক হলেও জামিন পেয়ে লাপাত্তা হয়ে যান তিনি। তবে পুলিশও আশা ছেড়ে দেননি। শেষ পর্যন্ত আলী হোসেনকে ধরতে ভিক্ষুকের বেশ ধারণ করে পুলিশ।
আর সেই টোপেই ধরা পড়ে কোতোয়ালী থানার কথিত এ মাদক সম্রাট।বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার এনায়েতবাজার বরফগলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার . আলী হোসেন কোতায়ালী থানার বাটালী রোডের শাহ আব্দুল্লাহ বাড়ির মৃত আলী ফজলের ছেলে।
পুলিশ জানায়, আলী হোসেন ২০১১ সালে ফেনসিডিলসহ র্যাবের হাতে ধরা পড়ে। এরপর আরও ৬টি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। তবে বারবার জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যেতেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, আলী হোসেনকে ধরতে ভিক্ষুকের বেশ ধারণ করে পুলিশ। আর এভাবেই তার গোপন অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগেও কারাগার থেকে বের হয়ে মাদক কারাবারে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে। এ অভিযোগে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।