ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
বার বার দেখা করতে চেয়েও জেলে ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাচ্ছিলেন না শাহরুখ খান ও গৌরি দম্পতি। শুক্রবার ভিডিও কলে নাকি জেলবন্দি আরিয়ান বাবা-মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। মুম্বাইয়ের আর্থার রোড জেল সুপার ভারতীয় সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
করোনার বিধিনিষেধের কারণে জেলবন্দিদের সাথে বাইরের কারো দেখা করার সুযোগ নেই। আর সে কারণে পরিবার কিংবা আইনজীবীর সাথে কথা বলতে হলে কয়েদিকে ভিডিও কলে কাজ সারতে হয়। সে ব্যবস্থাপনাতেই আরিয়ানের সাথে ভিডিও কলে কথা বলার সুযোগ পেলেন শাহরুখ ও গৌরী।
জেল কর্তৃপক্ষের বরাতে ইন্ডিয়ান টিভি নিউজ জানিয়েছে, শুক্রবার বাবা মায়ের সাথে ১০ মিনিটের মতো ভিডিও কলে কথা বলার সুযোগ পান আরিয়ান। এসময় আরিয়ান আবেগপ্রবণ হয়ে পড়েন। কথা বলার এক পর্যায়ে তিনি কেঁদে ফেলেন বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।
ভিডিও কলে আরিয়ানকে মা গৌরী খান জানতে চান, জেলে কী কী ঘটছে, কী খাবার খাচ্ছে আরিয়ান, কোনও সমস্যা হচ্ছে কি না!
আর্থার রোড জেল কর্তৃপক্ষ বলছে, কোভিড প্রটোকলের জন্য জেলবন্দিদের সুবিধার্থে ১১টি স্মার্ট ফোন বরাদ্দ আছে। সাক্ষাৎ এড়াতে পরিবার কিংবা আইনজীবীদের সাথে ভিডিও কলে সপ্তাহে এক থেকে দু’বার এবং সর্বোচ্চ ১০ মিনিটি কথা বলার সুযোগ পান কয়েদিরা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জামিন মেলেনি শাহরুখ পুত্র আরিয়ান খানের। মুম্বাই আদালত নির্দেশ দিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী বুধবার (২০ অক্টোবর)। তাই ততোদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে আরিয়ানকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy