প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ৬:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৬, ২০২১, ১:৪৯ পি.এম
ভুয়া সিল ব্যবহার করে পল্লী বিদ্যুতের টাকা আত্মসাৎ !যুবক গ্রেপ্তার;

ভুয়া সিল ব্যবহার করে পল্লী বিদ্যুতের টাকা আত্মসাৎ !যুবক গ্রেপ্তার;
কাজল,ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া সিল ব্যবহার করে পল্লীবিদ্যুতের ৬৯ গ্রাহকের মাসিক বিলের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মিলন ইসলাম (১৯) নামের এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জুলাই) মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
মিলন উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মুনছের আলীর ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীরা জানান, বিদ্যুৎ অফিসের কর্মচারী পরিচয় দিয়ে মিলন ইসলাম উপজেলার গছিডাঙ্গা গ্রামের পল্লীবিদ্যুতের ৬৯ গ্রাহকের মাসিক বিল বাবদ ১২ হাজার ৩৯০ টাকা হাতিয়ে নেন।
পরে গ্রাহকরা পল্লীবিদ্যুৎ অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বিল জমা হয়নি। ঘটনাটি ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) কাউসার আলীকে জানালে তিনি পুলিশকে বিষয়টি অবগত করেন।
পরে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মিলন ইসলামকে গ্রেফতার করে।এ বিষয়ে ভূরুঙ্গামারী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম কাউসার আলী বলেন, অভিযুক্ত মিলন আমাদের অফিসের কোনো স্টাফ নন। তার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy