আব্দুর রাজ্জাক জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এক প্রসূতি মায়ের ভূল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে স্বজনরা দাবী করেছেন এবং উক্ত ক্লিনিকের সামনে লাশ নিয়ে ২৩ আগষ্ট নিহতের স্বজনরা বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
সে সময় নিহতের স্বজনরা গণমাধ্যম কর্মীকে বলেন আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মর্জিনা বেগমের সিজার হলে রুগীর প্রসাব,পায়খান বন্ধ হয়ে যায় ও পেট ফুলে যায়।পরে তাত্ক্ষনিক ভাবে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠালেও সাথে উক্ত ক্লিনিকের আমাদের রুগীর পরিক্ষা নিরিক্ষার টেস্ট এর কোনো রিপোর্ট দেয়নি।এমতা অবস্থায় রংপুর মেডিকেলে চিকিৎসা অবস্থায় আমাদের রুগী মারা যায় এবং ডাক্তার বলেন রুগীর কিডনি সমস্যা ছিলো কেনো রোগীর অপারেশন করেছেন।
ক্লিনিকের সামনে লাশ স্বজনরা বিক্ষোভ করলে ক্লিনিক কতৃপক্ষরা ২ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে দফারফা করেন।
পরে গণমাধ্যম কর্মীরা নিহতের খবর পেয়ে বিক্ষোভের স্থানে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও উক্ত বিষয়ে জাতীয় পত্রিকা দৈনিক সূর্যোদয়,দৈনিক বিজনেস বাংলাদেশ ও স্থানীয় পত্রিকা দৈনিক প্রথম খবর,দৈনিক তালাশ টাইমস্ পত্রিকা গুলোতে নিউজ প্রকাশ করেন।
পত্রিকায় নিউজ গুলো দেখে স্বাস্থ্য বিভাগ ভূরুঙ্গামারী, সিভিল সার্জেন কুড়িগ্রাম ও জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট উক্ত বিষয়ে তদন্ত করেন।
পরে তদন্তে বেরিয়ে আসে আনোয়ারা জাহাঙ্গীর ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৫ বছর আগেই তাদের ক্লিনিকের কাগজের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অন্যান্য অনিয়ম দুর্নীতির কারণে নগদ বিশ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকের সঠিক কাগজ ঠিক না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লিনিক বন্ধ থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প :প: কর্মকর্তা ডা: মো: আবু সাজ্জাদ সায়েম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: তাহমিদুল ইসলাম ও জেলা সিভিল সার্জেন ডাঃ মোঃ মন্জুর -এ - মুর্শেদ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy