প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৭:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১১:৩১ পি.এম
ভুরুঙ্গামারীতে ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক কাজল ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ১১ ই নভেম্বর দ্বিতীয় দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই আলোকে ৩ নভেম্বর বুধবার বিকেল চার ঘটিকায় উপজেলা হল রুমে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় ইউনিয়ন নির্বাচনের প্রার্থীদের নিয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ও জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম রাকিব।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি সুমন রেজা, ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ও কচাকাটা থানার ওসি জাহেদুল ইসলাম।
আলোচনায় প্রার্থীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। অতিথিরাও বক্তব্য রাখেন অবাধ সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করেন এবং আরো বলেন নির্বাচনের বিধি নিষেধ কেউ অমান্য করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন-শৃঙ্খলা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উপজেলা প্রশাসন ভুরুঙ্গামারী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy