ভুরুঙ্গামারীতে খাদ্য গুদামে ধারন ক্ষমতা না থাকায় বোরো সংগ্রহে স্থবিরতা
কাজল, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
Facebook Twitter share
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট খাদ্য গুদামে গম/ধান/চাল সংগ্রহের তুলনায় গুদাম ধারন ক্ষমতা কম হওয়ায় গুদামে ধান দিতে পারছেন না কৃষকরা। উপজেলায় সংগৃহীত গম/ধান/চাল কুড়িগ্রাম চলাচল কর্মসূচীর মাধ্যমে সাময়িক সমাধান হলেও এ সংগ্রহ পুরন হচ্ছে না। ফলে চলতি মৌসুমে বোরে সংগ্রহে স্থবিরতা দেখা দিয়েছে।
Surjodoy.com
চলতি মৌসুমে জয়মনিরহাট খাদ্য গুদামের মাধ্যমে কার্ডধারী কৃষকদের নিকট থেকে ২ হাজার ৯০ মে:টন গম, ১ হাজার ৯শ ২৭ মে:টন ধান, ৭ হাজার ২শ ৩০ মে:টন চাল ও ৬২ মে:টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়। ১ হাজার ৮০ টাকা মন দরে ধান ও ৪০ টাকা কেজি দরে চাল ক্রয় শুরু হয় গত ৬ মে থেকে। এ সংগ্রহ অভিযান চলবে আগামী ১৫ আগষ্ট পর্যন্ত।
The Daily surjodoy
জয়মনিরহাট খাদ্য গুদাম অফিস সুত্রে জানা গেছে, বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ৫শ ৩২ মে:টন গম, ১হাজার ৫শ ৩০ মে:টন ধান ও ৩ হাজার ৬শ ৩৮ মে:টন চাল সংগ্রহ করা হয়েছে। অর্জিত লক্ষ্যমাত্রা অনুযায়ী গুদামে ধারন ক্ষমতা না থাকায় ধান/চাল নিয়ে ফিরে যাচ্ছেন কৃষকরা।
The Daily surjodoy
জয়মনিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনার রশিদ জানান, গুদামে জায়গার অভাবে গম/ধান/চাল সংগ্রহ করা যাচ্ছে না। তবে তিনি আশা করছেন গুদামের জায়গা খালি হলে সরকারী লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করা সম্ভব হবে। এছাড়া সংগ্রহ অভিযান চলাচল সুচীর মাধ্যমে সাময়িক সমাধান হলেও স্থায়ী সমাধান কল্পে তিনি নতুন গুদাম গৃহ নির্মাণ করা আশু প্রয়োজন বলে মনে করেন।
Leave a Reply