প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২২, ৩:১৭ এ.এম
ভুরুঙ্গামারীতে নৌকার আব্দুর রাজ্জাককে ভোটে জেতাতে মাঠে প্রচার প্রচারণায় পুরুষের পাশাপাশি নারীরাও

আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারদলীয় সমর্থিত নৌকা প্রার্থী আব্দুর রাজ্জাক সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩১ শে জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে। ষষ্ঠ ধাপে ভুরুঙ্গামারী উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সদর ইউনিয়ন পাথরডুবি ও শিলখুড়ী ইউনিয়ন।
সদর ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কার আব্দুর রাজ্জাক কে ভোটে নির্বাচিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতা ও কর্মীরা। নৌকা মার্কার কর্মীরা বলেছেন এবারের নির্বাচনে নৌকা কে সমর্থন দিয়েছেন অনেকেই সাধারণ মানুষসহ অনেকেই আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন নৌকাকে বিজয়ী করার জন্য। আরো বলেছেন এই সদরের নৌকার নির্বাচনে মহিলারাও বসে নেই ঘরে তারাও মানুষের দ্বার প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নৌকা মার্কায় প্রচার প্রচারণায়।
সাধারণ ভোটার রফিক শফিক আজহার আলাউদ্দিন ও নাসরিন আমিনা বেগম শেফালি কুলসুম এরা বলেছেন নৌকা মার্কায় এর আগে ভোট দেই নেই এবার দিব কারণ নৌকার প্রার্থী টা ভালো সৎ ও যোগ্য একজন ব্যক্তি। আরো বলেছেন আব্দুর রাজ্জাক নির্বাচিত হলে সরকারের দেওয়া অনেক সুযোগ-সুবিধা আমরা তার কাছ থেকে বিনামূল্যে নিতে পারব।
তাই আমরাও দিন রাতে নৌকার ভোট চেয়ে বেড়াচ্ছি।
পরিশেষে সদর ইউনিয়নের প্রার্থী নৌকা মার্কার আব্দুর রাজ্জাক বলেছেন দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ এবং ঘরের মা-বোনেরা যেভাবে আমার নৌকা মার্কার কাজ করে যাচ্ছেন আমি তাদের কাছে চির কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ বিনামূল্যে নিরলসভাবে নৌকার কাজ করে যাচ্ছেন সবাই। পাশাপাশি আমি যেভাবে সাড়া পাচ্ছি সাধারণ জনগণের আগামি ৩১ তারিখে জনগণ আমাকে ভোট দিয়ে জয়ী করবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy