প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৭:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২১, ১০:৩৮ এ.এম
ভুরুঙ্গামারীতে নৌকা বাইচ ফাইনাল খেলায় বিজয় ছিনিয়ে নিলেন রকেট দল
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বন্ধু মহলের উদ্যোগে ইসলামপুর সামাদের ঘাটে দুধকুমার নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় রকেট দল ও আশার আলো দল অংশ গ্রহন করে। এতে রকেট দল বিজয়ী হয়।
নদীমাতৃক এই বাংলাদেশে গ্রাম বাংলার অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বৈঠার তালে তালে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। নৌকাবাইচ ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে নদী তীরে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন দুর-দুরান্ত থেকে আসা দর্শকরা।
নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আসা দর্শকরা বলেন হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা দেখতে এসেছি। ফাইনাল খেলা দেখে খুব ভালো লাগছে এবং আমরা খুব আনন্দ পেয়েছি।
আয়োজক কমিটি জানান, এই প্রতিযোগিতায় তিন ক্যাটাগরিতে পুরুস্কার প্রদান করা হয়েছে। প্রথম পুরুস্কার একটি বড় গরু, দ্বিতীয় পুরুস্কার একটি মাঝারি গরু ও তৃতীয় পুরুস্কার একটি খাসি প্রদান করা হয়।
আয়োজক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, আজকের ফাইনাল খেলায় রকেট দল প্রথম, আশার আলো দ্বিতীয় ও গাংচিল দল তৃতীয় স্থান লাভ করে। গত ১২ই ডিসেম্বর থেকে খেলা শুরু হয়। মোট ৮টি দল এতে অংশ গ্রহন করে।
ফাইনাল খেলায় পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy