আব্দুর রাজ্জাক (কাজল ) ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪জুলাই) সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উদ্যোগে, কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য সহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আছলাম হোসেন সওদাগর, মাননীয় সংসদ সদস্য( ২৫ কুড়িগ্রাম ১)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জনাব নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, জনাব মোঃ আলমগীর হোসেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুরুঙ্গামারী থানা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা পারভীন মিরা,
প্রধান অতিথি তার বক্তব্যে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পারিবারিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত সকলকে নিজ বাড়ি থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন শুরু করার আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা পরিসংখ্যান উল্লেখ করে মাদকে সারাদেশে যে বিশাল অর্থ অপচয় হয় তা থেকে পরিত্রাণে সকল মহলের সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরেন।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যরা সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..