চারদিকেই এখন করোনার আতঙ্ক। এর থেকে রক্ষা পেটে সবাই নানা রকম পদ্ধতি অবলম্বন করছেন। তবে জানেন কি, করোনাভাইরাস আমাদেরি কিছু অসাবধানতার কারণে দেহে প্রবেশ করা সুযোগ পায়। তাই আমাদের উচিত শরীরের এমন তিনটি স্থান স্পর্শ করা থেকে বিরত থাকা যা বিপদ ডেকে আনে। চলুন জেনে নেয়া যাক শরীরের সেই তিনটি স্থান সম্পর্কে-
প্রথমত, চোখে ভুলেও স্পর্শ করবেন না। অনেকেই না বুঝেই ময়লা হাতেই চোখে স্পর্শ করেন। যার ফলে চোখে মারাত্মক সব জীবাণু প্রবেশ করে। এতে চোখের নানা রকম সমস্যা দেখা দেয়। যা দৃষ্টিশক্তি হারানোর কারণও হতে পারে। তাই অকারণে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন।
দ্বিতীয়ত, মুখে হাত দেয়া থেকে বিরত থাকুন। অনেকেই অকারণে মুখে হাত দেন। অনেকেই আবার নখ কামড়ান, যা খুবই বাজে স্বভাব। এতে খুব সহজেই জীবাণু আপনার দেহে প্রবেশ করতে পারে। যা থেকে হতে পারে মারাত্মক সব রোগ।
তৃতীয়ত, কানে অকারণে হাত দেবেন না। অনেকেই কানে কাঠি ঢুকিয়ে অকারণে খোঁচান, যা কঠিন বিপদ ডেকে আনতে পারে। এতে কানের পর্দা ফেটে আপনি শ্রবণশক্তিও হারাতে পারেন। তাই অযথা কানে হাত দেয়া থেকে বিরত থাকুন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy