নিজস্ব প্রতিবেদকঃ-
চলমান বৈশিক মহামারী করোনাভাইরাস কোভিট-১৯ কে পুঁজি করে ভুয়া মহাসচিব সেজে গলায় টাই ঝুলিয়ে বিভিন্ন ফার্মেসি ও ফার্মেসি ম্যানসহ পল্লী চিকিৎসকদের ভুয়া আইডি কার্ড বাণিজ্য করে আসছে একটি প্রতারক চক্র যাদের ভুয়া সার্টিফিকেটের ব্যবহার করে ডিগ্রী ছাড়াই ডাক্তার হয়ে চিকিৎসার নামে চলছে প্রতারণা যে প্রতারণায় চক্রটি হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা।
দৈনিক সূর্যোদয় অনুসন্ধান চালিয়ে জানতে পারে বিশেষ করে সাভার, ধামরাই, আশুলিয়া, অঞ্চলের আশেপাশে বিভিন্ন সেবা ও প্রশিক্ষণ এর নামে করে সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিদের সাথে ফটোসেশন করে তা ব্যবহার করে দীর্ঘদিন থেকে প্রতারণা চালিয়ে আসছে এ চক্র মহলটি।
এ প্রতারক চক্রটির,নেই কোন শিক্ষাগত যোগ্যতা,নেই কোন ডিগ্রী তাদের রয়েছে শুধু কয়েকজন হকার যারা বিভিন্ন মেডিকেলে ঘুরে দালালি করেন থাকেন। যে দালালরা মেডিকেল গুলো ঘুরে ভুয়া সার্টিফিকেট এর দালালি করে থাকেন,আবার তাদের মধ্যে অনেকেই সমাজের প্রতিনিধি ও গুণীজনদের সাথে ফটোসেশন করে সেই ফটো তারা ব্যবহার করে এমনকি ওইসব প্রতিনিধি ও গুণীজনদের নামে ব্যবহার করে সাধারণ মানুষকে দীর্ঘদিন থেকে বোকা বানিয়ে আসছে চক্রটি মহলটি।
এ চক্রটির ভুয়া হলেও তারা বর্তমান কম্পিউটার ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে প্রিন্টিং এর মাধ্যমে হুবহ অর্জিনালের মতো ভুয়া সার্টিফিকেট বানিয়ে ৬ শত থেকে ৯ শত টাকা দরে বিক্রয় করে ভুয়া ফার্মেসি ও ভুয়া চিকিৎসক তৈরি করে সাধারন মানুষকে চিকিৎসা দিয়ে আসছে যা দেখার কেউ নেই।
অনুসন্ধানে আরো জানা যায়, গত বছর করোনা কালীন সময়ে এই চক্রটি ধামরাই এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছয়লাপে পরিণত হলে এ চক্রের বিষয়ে গত বছরেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আর,এম,ও) জানতে পেরে তাদের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করলে চক্রটি ভুয়া হিসেবে ধরা খেলেও আবারো তারা সংগঠনের নাম ভাঙ্গিয়ে নতুন রূপে প্রতারণার শুরু করেছেন।
এদের নতুন রুপে প্রতারণার বাণিজ্য হচ্ছে ভুয়া সার্টিফিকেট,ভুয়া কাগজপত্র তৈরি ছাড়াও ভুয়া আইডি কার্ড তৈরি তা বিক্রয় ভুয়া চিকিৎসক ও ভুয়া ফার্মেসির অনুমোদন দিয়ে বানিজ্যে করাই এ চক্রটির একমাত্র উদ্দেশ্য।
আরো বিস্তারিত আসছে—- তা জানতে জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকায় চোখ রাখুন