রেখা মনি নিজস্ব প্রতিবেদক,
‘ভুয়া বিলে সই না করায়’ হত্যার হুমকি
গাইবান্ধা গণপূর্ত বিভাগে প্রায় ৯০ লাখ টাকার ভুয়া প্রকল্পের বিল ও বিভিন্ন প্রকল্পের প্রাক্কলনে সই না করায় হত্যার হুমকি পেয়েছেন বলে নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়ামসহ অজ্ঞাত তিন ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগটি দায়ের করেন একই কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহিদুজ্জামান। গত ৫ অক্টোবর সদর থানায় অভিযোগ দায়ের হলেও বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর গভীর রাতে গাইবান্ধা গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শাহিদুজ্জামানের গাইবান্ধা শহরের ভিএইড রোডের সরকারি বাসায় তিনজন মুখোশধারী কয়েকটি ঢিল ছোঁড়েন। ঢিলের শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে দেখেন, তিনজন মুখোশধারী দাঁড়িয়ে আছেন। এ সময় তারা প্রকৌশলী শাহিদুজ্জামানকে দেখে গালিগালাজ করতে থাকেন এবং হত্যার হুমকি দেন। পরে ‘তুই গাইবান্ধা ছাড়’ বলে মুখোশধারীরা সটকে পড়েন।
সদর থানায় দায়ের করা অভিযোগে ওই প্রকৌশলী শাহিদুজ্জামান উল্লেখ করেন, তার কোনো শক্র নেই। কয়েকদিন আগে প্রায় ৯০ লাখ টাকার ভুয়া প্রকল্পের বিল ও বিভিন্ন প্রকল্পের প্রাক্কলনে তার কাছে সই চান নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম। কিন্তু সই না দেওয়ায় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ নিয়ে নির্বাহী প্রকৌশলী ক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে তিনি ধারণা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবিল আয়াম অভিযোগের সত্যতা অস্বীকার করেন। তিনি বলেন, দাফতরিক কিছু বিষয় নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে তার ভুল বোঝাবোঝি হয়েছে। ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রউফ। তিনি বলেন, বাসায় ঢিল ছোঁড়া এবং হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিল নিয়ে যে অভিযোগ আনা হয়েছে, সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy