নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।এসময় ৫ টি বেকু ও ৪টি ড্রাম ট্রাক আটক করা হয়।
বুধবার(২১ এপ্রিল) বেলা এগারোটার দিকে ভূঞাপুর উপজেলার জগতপুড়া এলাকায় র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী জানান,উপজেলার বিভিন্ন এলাকায় বালু উত্তোলন করে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা এতে করে নষ্ট হচ্ছে এলাকার রাস্তা-ঘাট, আবাদি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে দিকে ভূঞাপুর জগতপুড়া এলাকায় যমুনা নদীতে অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করছিল এ চক্র। এই সময় ১১ জন অসাধু বালু ব্যবসায়ী, ৫ টি বেকু ও ৪টি ড্রাম আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ভূঞাপুর যারা অবৈধ ভাবে বালু উত্তোলন করে চলেছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান। নদী থেকে আর বালু উত্তোলন করা যাবে না।
বালু উত্তোলনের ফলে আবাদি জমি নষ্ট সহ এলাকার পরিবেশ দূষণ হচ্ছে।এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..