কামরুল হাসান মহানগর প্রতিনিধি,
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ কম্পন অনুভূত হয়।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট বাগেরহাটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই স্ট্যাটাস দিয়েছেন।
৫.৬ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের মানদালায় থেকে ১৩৫ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১১৪ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও এ ভূমিকম্পের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy