নিজস্ব প্রতিবেদকঃ
জন্মগতভাবে প্রতিবন্ধী খুরর্শিদ মিয়া,পিতামৃত ডাঃ আব্দুর রহিম মৃত্যুর পূর্বে তাকে ৬৫ শতক জমির মালিকানা দিয়ে যায়,পিতার ওয়ারিশ হিসেবে খুরর্শিদ মিয়া জমি কাগজ কলমে বুঝিয়া পায় ,জন্মগত প্রতিবন্ধী হওয়ায় বয়সভেদে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই সে তার আপন বোন জামাই অর্থাৎ দুলাভাই মোহাম্মদ ওসমান গনি কে তার উক্ত জমির দায়িত্ব প্রদান করে লিখিত ভাবে সকল প্রকার ভোগ-দখলের পাওয়ার দেন।তাই তার বোন জামাই মোহাম্মদ ওসমান গনি অত্র ভূমি ও রক্ষণাবেক্ষণ সহ উহার শাসন সংরক্ষণ করিয়া মৌসুমী ফসলাদি ফলাইয়া ভোগ দখল করে আসছিল কিন্তু পুরো ৪৩শতক জমির জাল দলিল করে ধাপে ধাপে জমি দখলের চেষ্টা করে আসছে ভূমিদস্যু মানিক।
প্রতিবন্ধী চাচা খুরর্শিদ মিয়ার অজান্তেই বিগত ০৭/০৮/২০০৫ইং তারিখে গোপনে ৪৩শতক জমির জাল দলিল করে ভাতিজা মানিক,শুধু তাই নয় অত্র জাল দলিল ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিক্রয়ের চেষ্টা চালায় বিষয়টি খুরর্শিদ মিয়ার বোনজামাই ওসমান গনি টের পেলে তার বিরুদ্ধে ২০০৮ সালে একটি বাটোয়ারা মামলা করে কথিত ভূমিদস্যু মানিক,বাটোয়ারা মামলার উল্লেখিত চাচার নিকট অত্র জমি ২০০৫ সালে ক্রয় দেখালে আদালত তা তদন্তপূর্বক প্রমাণাদি পেশ করতে বল্লে ওসমান গনি উপস্থিত হয়ে জমির কাগজ পত্র পেশ করেন এবং কথিত মানিক তার করা দলিল জাল হওয়ায় ভূমি ক্রয়ের প্রমাণাদি মিথ্যা ও বানোয়াট হওয়ায় প্রমাণ করতে ব্যার্থ হয়,ফলে বাটোয়ারা মামলা ওসমান গনির পক্ষে আসে, উক্ত জমি বিষয়ে তাদের বাঞ্ছারামপুর উপজেলার সকলের কাছে জানতে চাইলে এলাকাবাসী শতভাগ নিশ্চিত করে যে উক্ত জমি কাগজ কলমে মোহাম্মদ ওসমান গনির আওতায় অনেক বছর,এবং এলাকায়বাসী আরও বলে কথিত মনিরুল হক মানিক কিশোর গ্যাংয়ের সহায়তা নিয়ে মানুষের বিভিন্ন ভাবে ক্ষয় ক্ষতি ও ভোগ দখলে সর্বদা যুক্ত থাকে। তাই অতিষ্ঠ হয়ে ওসমান গনি প্রতিবন্ধী খুরর্শিদ মিয়ার পক্ষ হয়ে অত্র জমির সঠিক দলিল পেশ করে ২০/১১/২০১৮ইং আদালতে কথিত মানিকের নকল দলিলের বিরুদ্বে একটি দেওয়ানী মালমলা দায়ের করেন এবং আদালতে তদন্তপূর্বক কথিত মানিকের দলিল জাল হওয়ায় সে বরাবরই ব্যার্থ হয়,তাই কোন ভাবেই রায় মিলছে না ওসমান গনির।
আদালতের প্রকৃয়া চলা অবস্থার পরেও থেমে নেই কথিত ভূমিদস্যু মানিক তার কিশোর গ্যাংয়ের সহায়তায় প্রকৃত ভুমি মালিকের জমিতে আবাদ করতে বাধা ও নানা হুমকি দিয়ে পর্যায়ক্রমে ভিত্তিহীন জাল দলিলের ক্ষমতায় জোরপূর্বক দখল করার চেষ্টা চালায় এই ভূমিদস্যু,শুধু তাই নয় দিন দিন চওড়া হয়ে উঠছে ওসমান গনির ওপর অবস্থায় অসহায় হয়ে আইনের সহায়তা চেয়ে ওসমান গনি বলেন,
এ প্রতারণার জাল দলিল ঘটনায় জড়িত মানিক সহ সকল প্রতারকদের জাল জালিয়াতি থেকে আমাদের নালিশা ভূমিটি ফেরত ও তাদের যথোপযুক্ত শাস্তি দাবি করছি।
অন্যদিকে অভিযুক্ত মানিকের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ বা তার পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy