ভূরুঙ্গামারীতে(গ্রীন ভয়েস)সংগঠনের করোনা সর্তকতায় মাস্ক ও লিফলেট বিতরণ
আব্দুর রাজ্জাক (কাজল) ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় মহামানী করোনা ভাইরাস সর্তকতায় ১০ জুলাই শনিবার সামাজিক সংগঠন(গ্রীন ভয়েস)মাস্ক পড়ার গুরুত্ব ও মাস্ক বিতরন, সচেতনতা মূলক লিফলেট সহ হেন্ড মাইকে সচেতনতা মূলক বার্তা প্রচারের করেন উপজেলায় আসা জনো সাধারণের উদ্দেশ্যে।
এসময় উপস্থিত ছিলেন জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোঃ জালাল উদ্দিন মণ্ডল, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)।
এ সময় আরো উপস্থিত ছিলেন ,গ্রীন ভয়েস ভুরুঙ্গামারী উপজেলা শাখার সদস্যবৃন্দ।তারা বলেন জাতীর এই দুর্দিন ও দূর সময় মহামারী করোনা ভাইরাস সর্তকতায় উপজেলা লকডাউনে খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরেছে।এমতা অবস্থায় তাদের মাস্ক কেনার পয়সা নেই।তাই আমরা গ্রীন ভয়েস এর পক্ষ থেকে এ আয়োজন করেছি।