আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ জুলাই রোববার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম রুমে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে ২০২৪ সালে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।সেই আলোকে বর্তমান সরকর বাংলাদেশর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২ আগষ্ট রংপুরে মহাসমাবেশে যোগ দিবেন।এই মহাসমাবেশকে সামনে রেখে সরকার দলীয় নেতাকর্মীরা কুড়িগ্রাম জেলার উপজেলা গুলোতে বিশেষ বর্ধিত সভা দিয়ে মহাসমাবেশকে সাফল্য মণ্ডিত করার লক্ষে বর্ধিত সভায় নেতাকর্মীদের সাথে সু পরামর্শ ও দিক নির্দেশানা দেন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জাফর আলী সাবেক এমপি কুড়িগ্রাম ২,জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান উদ্দিন আহমেদ মঞ্জু জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ ও সঞ্চালক করেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন। বর্তি সভার আয়োজন করেন উপজেলা আওয়ামিলীগ ভূরুঙ্গামারী।এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম নাগেশ্বরী ১ আসনের এমপি আসলাম হোসেন সওদাগর, জেলা নেতৃবৃন্দ, নাগেশ্বরী উপজেলা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় বক্তরা সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন ও সাধারণ ভোটারদের মাঝে সরকারের উন্নয়ন মূলক কাজ তুলে ধরার আহব্বান জানান নেতাকর্মীদের মাঝে।এবং পরিশেষে আগামী ২ আগষ্ট রংপুরে মহাসমাবেশে দেশরত্ন শেখ হাসিনা আগমন উপলক্ষে সবাইকে মহাসমাবেশ যাওায়ার জন্য আহ্বান জানান।