আজিজুল হক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ৩০ দিনের ব্যবধানে কভিট-১৯ আক্রান্ত হয়েছেন ২৭ ব্যক্তি। উপজেলায় করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
সর্বশেষ ০৩/০৯/২০ইং তারিখে প্রাপ্ত তথ্য মোতাবেক কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসের ইপিআই সুপার ভাইজার (৫৬) সহ তার স্ত্রী (৪৫), কন্যা (১৩) এবং শিশু পুত্র (১০) মোট ০৫ জন ব্যক্তির কভিট-১৯ সনাক্তের খবর পাওয়া গেছে। প্রথম ০৪ জনের বাড়ি উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে। অপরজন উপজেলা সদর ইউনিয়নের নলেয়া কমিউনিটি ক্লিনিকের মহিলা স্বাস্থ্য কর্মী (৩০)। গত ০১ সেপ্টেম্বর মোট ১০ জনের নমুনা পাঠানো হয়। তাদের মধ্যে উল্লেখিত ০৫ জনের নমুনা ফলাফল পজেটিভ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম জানান, নমুনা সংগ্রহের দিন থেকেই আক্রান্তব্যক্তিগণ আইসলেসনে আছেন। তাদের তেমন কোন উপসর্গ নেই। তিনি আরো জানান, এ পর্যন্ত ভূরুঙ্গামারী থেকে মোট ৪১০ জনের নমুনা সংগ্র করে পাঠানো হয়েছে। এর মধ্যে মোট সনাক্ত ৬২ জন। সুস্থ্য হয়েছেন ৫২ জন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy