
ভূরুঙ্গামারীতে এক মাকে বাঁচাতে গিয়ে পল্লী প্রগতির মাঠ কর্মী না ফেরার দেশে ;
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলার উপজেলা পল্লী প্রগতি কর্মসূচির মাঠ সংগঠক আতিকুর রহমান মোটর সাইকেল যোগে গত মঙ্গলবার ১ জুন তার ভাই সহ বলদিয়া রোডে পৌছায়।
সে সময় বাইকের সামনে একজন মহিলা চলে আসলে সেই মহিলাকে বাঁচাতে ছাইট দিলে অপর দিক থেকে আসা একটি মিনি ট্রাক বাইকটিকে ধাক্কা দেয়।
Surjodoy.com
সেই বাইকে থাকা দুই ভাই ছিটকে পরে গিয়ে গুরতর আহত হলে তাৎক্ষণিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় না ফেরার দেশে পারি জমান এক ভাই আতিকুর রহমান। ইন্না-লিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন।নিহতের আরেক ভাই রংপুর মেডিকেলে চিকিৎসা চলছে।
The Daily surjodoy
মরহুমের জানাযা নামাজ আজ বুধবার সকাল ১১ টায় তার নিজ বাড়ি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে বড় খাটামারিতে অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply