
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহন চলে। ১২৯ জন সদস্য তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে নির্বাচিত হন মোঃ নূরুল ইসলাম ও সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান। সাব-রেজিষ্টার নাবীর আবতাব প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। মোট ৯টি পদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি পদে ৩ জন, সম্পাদক পদে ২জন, সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সহ সাংগঠনিক পদে ২ জন ও কার্যকরি সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্দীতা করেন । এর আগে কোষাধ্যক্ষ পদে মোঃ মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply