আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া তরুণী বলেন, ‘বারাইটারী গ্রামের নরেশ চন্দ্র করের পুত্র নিমাই চন্দ্র করের সাথে এক বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।আমাদের সম্পর্কের বিষয়টি নিমাইয়ের পরিবারে জানা জানি হলে তারা তড়িঘড়ি করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিমাইকে বিয়ে দেয়ার জন্য পাত্রী খুঁজে আশির্বাদ সম্পন্ন করে আর নিমাই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।আমি এই এটা জানতে পেরে সোমবার বিকাল ৫ টার দিকে বিয়ের দাবী নিয়ে নিমাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করি। এসময় বাড়ির লোকজন বাধা দিলে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে নিমাইয়ের বাড়ির সামনে বসে থাকি।
স্থানীয়রা তরুণীর সাথে নিমাইয়ের সম্পর্কের সত্যতা পেলে নিমাইয়ের আত্মীয় স্বজনকে তরুণীর সাথে নিমাইয়ের বিয়ে দিতে মর্মে জানায়।এই পরিস্থিতি দেখে নিমাই আত্মগোপন করে। নিমাইয়ের পরিবার ও স্থানীয় রা বুধবার বিয়ের তারিখ নির্ধারণ করবে মর্মে আশ্বস্ত করেন।পরে তরুণী বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়লে তার আত্মীয় স্বজনরা ভূরুঙ্গামারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।তরুণীর বাড়ি একি উপজেলা সদর বাজারের পাশে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন এমন খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের নেতারা বিষয়টি মিমাংসা করার আশ্বাস দেয়ায় মেয়েটিকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy