আব্দুর রাজ্জাক কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সারাদেশের মতো ২০২২ শিক্ষাবর্ষে ৫ম শ্রেণীর বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।সেই বৃত্তি পরিক্ষার ফলাফল গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়।ওইদিনি কয়েক ঘন্টা পর কারিগরী ত্রুটির কারণে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।পরে ১ মার্চ সংশোধনী ফলাফলে অনেক পরিক্ষার্থীর রোল আগের প্রকাশিত ফলের তালিকা থেকে বাত পরে।এতে করে কোমলমতি পরিক্ষার্থীরা মানসিক ভাবে ভেঙে পড়েছে ও খাওয়া দাওয়া ছেরে দিয়েছে।এরকমি কয়েকজন অভিভাবক অভিযোগ করেন।
তাদের মধ্যে স্বপ্ননা খাতুন বলেন তার ছেলে দক্ষিন ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র সাদমান সৌমিক রোল ১৩২ ও অভিভাবক আব্দুল মান্নানের মেয়ে মোহনা খাতুন রোল ম-১৩৬ একই স্কুল থেকে সাধারণ গ্রেডে প্রথম প্রকাশে বৃত্তি প্রাপ্ত হয়।কিন্তু ১ মার্চ দ্বিতীয় প্রকাশিত বৃত্তি রেজাল্টে তাদের কোনো রোল না থাকায় দুর্বল হয়ে পড়ে মানসিকতায় ভুকছে এমনিকি খাওয়া দাওয়া সঠিকভাবে করছে না।এভাবে চলতে থাকলে বাচ্চাদের বড় কোনো দূর্ঘটনা ঘটতে পারে।এর ফলে অত্র দক্ষিণ ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকগণ, এসএমসি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দীর্ঘক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।তারা অভিযোগে আরো বলেন পার্শবর্তী ছাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারি বৃত্তি পরিক্ষার ফলাফলে কোনো বৃত্তি প্রাপ্ত ছিলো না কিন্তু ১ মার্চ সংশোধনী ফলাফলে উক্ত বিদ্যালয় থেকে২ জন ট্যালেন্ডপুলে এবং ৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে।পরিশেষে অভিভাবকগণ বিষয়টি খতিয়ে দেখার জন্য কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ৬ মার্চ সোমবার একটি লিখিত আকারে অভিযোগ দেন ভূরুঙ্গামারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কাছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন এ পযন্ত এ বিষয়ে মোট ১১ জন আবেদন করেছেন। আমরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ফরোয়ার্ড করে দিবো ওখান থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত দিবে।