ভূরুঙ্গামারীতে বৃষ্টিতে কৃষকের সবজির ব্যপক ক্ষতি ও বন্যার আশংকা
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ১৬ জুলাই শুক্রবারের বৃষ্টিতে তলিয়ে গেছে হাজার হাজরা হেক্টর আবাদি ও সবজির জমি।কানায় কানায় ভরে গেছে পানি।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলায় বাণিজ্যিকভাবে মিষ্টিকুমড়া, চালকুমড়া, চিচিঙ্গা, বেগুন, গাজর,শসা, ঢ্যাঁড়স, পেঁপে, করলা, লাউ, পটোল,মুলা শাক,লাউশাক, লালশাক, পুঁইশাক, পাটশাক, পালংশাক, কাঁচা মরিচসহ বিভিন্ন সবজি তলিয়ে গেছে। লোকসানের টাকা গুনতে হবে কৃষকদের আমাদের।করোনায় যে ভাবে কষ্ট করে দিন গুলো পার করলাম আবার জদি লোকসানের টাকা গুনতে হয় তাহলে ছেলে মেয়ে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে এরকমি মন্তব্য কৃষকের।ভূরুঙ্গামারী সবজি উপজেলার চাহিদা মিটিয়েও দেশের ঢাকাসহ বিভিন্ন স্থানে রপ্তানি হয়। সেটাতে কৃষক অনেক লাভবান হয়।
বৃষ্টিতে উপজার নদ নদী খাল বিল বাড়ির পাসের নিচু জমি গুলো কানায় কানায় ভরে গেছে। আর কিছু বৃষ্টি অথবা বাহিরের দেশের পানি হলেই বন্যায় পরিনিত হবে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে উপজেলায় বৃষ্টিতে সবজিখেত বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি কারন অফিস বন্ধ অনেকেই ছুটিতে।দু এক দিনের ভিতরে আমরা ক্ষতির পরিমান জানতে পারবো।