প্রিন্ট এর তারিখঃ মে ২০, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২১, ১২:৩১ এ.এম
ভূরুঙ্গামারীতে ভাইরাল হওয়া মাস্ক বিক্রি করা শিশুর সকল চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক ছাত্র লীগের সভাপতি শোভন

ভূরুঙ্গামারীতে ভাইরাল হওয়া মাস্ক বিক্রি করা শিশুর সকল চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক ছাত্র লীগের সভাপতি শোভন
আব্দুর রাজ্জাক( কাজল) ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় চতুর্থ শ্রেণীর ছাত্র নুরনবী তার নিজের ভাঙ্গা হাতের চিকিৎসার জন্য মাস্ক বিক্রি করতে দেখা যায় ৩ দিন আগে উপজেলা প্রানকেন্দ্রে।পরে সাংবাদিক এর নজরে আসার পর খবরটি পত্রিকা সহ ফেসবুকে ভাইরাল হয়।
পরে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নুরনবীর প্রতি।নুরনবী ভূরুঙ্গামারী বাগভান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।তার বাবা নেই মা ভারসাম্যহীন রুগী তাই তার বসবাস নানির কাছে।নিম্ন বিত্তের পরিবারে মানুষ হওয়া তার।জাম গাছ থেকে পরে গিয়ে হাত ভেঙ্গে যায় নুরনবীর।সাময়িক চিকিৎসা হলেও ওষুধ খেতে হবে অনেক দিন।তাই ওষুধের টাকা যোগাড় করতে হাতে মাস্ক তুলে নেয় নুরনবী।
এদিকে ভূরুঙ্গামারীর কৃতি সন্তান,ভূরুঙ্গামারীর গর্ব তথা কুড়িগ্রাম জেলার অহংকার বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের নজরে আসে নিউজটি।পরে সে বাহীরে থাকায় ভূরুঙ্গামারী উপজেলার ছাত্র লীগকে জানায় শিশু নুরনবীর চিকিৎসা করতে যত অর্থের প্রয়োজন সব বহন করবো।তবুও নুরনবী যেনো মাস্ক না বিক্রি করে।
পরে উপজেলা ছাত্র লীগের কয়েক জন সদর মেডিকেলে নুরনবীকে নিয়ে গিয়ে ডাঃ দেখিয়ে ওষুধ ও ফল মূল কিনে দেয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy