প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২১, ১০:২৭ পি.এম
ভূরুঙ্গামারীতে ভাসমান কাঠের সেতু এখন বিনোদন পার্কে পরিনত

ভূরুঙ্গামারীতে ভাসমান কাঠের সেতু এখন বিনোদন পার্কে পরিনত
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
Facebook Twitter share
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বঙ্গোসোনাহাট ইউনিয়নের আসাম পাড়ায় এই ভাসমান কাঠের ব্রিজটি অবস্থিত।বেশ কিছুদিন আগে আসাম পাড়ায় দুই দিকের হাজারো মানুষ চলাচলের ব্যাঘাত ঘটেছিলো।
Surjodoy.com
এই ছরা পারাপারের একটি মাত্র নৌকা ছিলো সেই নৌকার মাঝিও সময় মতো পাওয়া যেতো না।নৌকা ঘাটে থাকলেও মাঝি না থাকায় কেউ কেউ অনেক সময় নিজেই মাঝির বৈঠা হাতে নিয়ে এই ছরা পার হতেন।না হলে মাঝির জন্য অনেক সময়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা কখন আসবে মাঝি।
The Daily Surjodoy
চলা চলের এই ছড়াটি বেশ কিছুদিন আগে স্থানীয়দের সহযোগিতায় বঙ্গোসোনাহাট ইউনিয়ন পরিষদের মাধ্যমে একটি ভাসমান কাঠের সেতু তৈরি হয়।যা এখন সুধু পারাপারের সেতুই না একটি বিনোদনের পার্ক হিসেবে পরিনিত হয়েছে।
The Daily Surjodoy
এই ব্যাস্তময় ভূরুঙ্গামারী শহরে একটু কাজরে অবসর পেলেই মানুষ ভির করছে ভাসমান সেতুতে।যেখানে রয়েছে ছোট্ট ছোট্ট নৌকা,পানির উপরে কাঠের ভাসমান সেতু,সেতুর দু পাশে পানিতে রয়েছে ছোট বড় নানান ধরনের মাছ যা একটু দূরে তাকালেই দেখা যায় মাছের ছলছলানি,এক পারে রয়েছে ছোট ছোট সাজানো গোছানো বসত বাড়ি।
The Daily Surjodoy
আর ওপারে রয়েছে রাস্তার দুপাশে সারি সারি সবুজ শ্যামল ছোটো বড় নানান ধরনের গাছ।সব মিলিয়ে সুন্দর মনোরম একটি পরিবেশ যা দেখে মনটা ফ্রিরে যায় কিছু অতিতের দিনে।সেতুতে ও গাছের ফাঁকে ফাঁকে একেক জন ছবি তোলারও ধুম পড়ে যায়।
The Daily Surjodoy
স্থানীয়রা বলেছেন আগে কোনো দূরের মানুষ এখানে আসেনি অনেকেই করেছে অবঙ্গা অবহেলা।
কিন্তু এই ভাসমান সেতু হওয়াতে আমরাও এ পার ওপারে যেতে পারি যখন তখন।আর অনেক দূর দূরান্তের মানুষরাও আসে বেড়াতে।এটা দেখে আমাদেরও অনেক ভালো লাগে
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy